Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিল্পের শ্রেণীবিভাগ

১। বৃহৎ শিল্পঃ উত্পাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ৫০  কোটির অধিক বা ৩০০ জনেরও বেশি শ্রমিক থাকলে বৃহৎ শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

সেবা খাতে  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) ৩০ কোটি বা ১২০ জনেরও বেশি শ্রমিক থাকলে বৃহৎ শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

২। মাঝারি শিল্পঃ উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) ১৫ কোটি থেকে ৫০  কোটি বা ১২১ থেকে ৩০০ জন শ্রমিক থাকলে মাঝারি শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

সেবা খাতে,  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) ২ কোটি থেকে ৩০  কোটি টাকা  বা ৫১ থেকে ১২০ জন শ্রমিক থাকলে মাঝারি শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

যে কোন একটি মানদন্ডের ভিত্তিতে  মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদন্ডের ভিত্তিতে বৃহৎ  শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে । সেক্ষেত্রে এ কর্মকান্ডটি  বৃহৎ​ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে ।

 

৩। ক্ষুদ্র শিল্পঃ উৎপাদন ক্ষেত্রে,  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি বা ৩১ থেকে ১২০ জন শ্রমিক থাকলে ক্ষুদ্র শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

সেবা খাতে  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ১০ লক্ষ থেকে ২ কোটি বা ১৬ থেকে ৫০ জন শ্রমিক থাকলে ক্ষুদ্র শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

যে কোন একটি মানদন্ডের ভিত্তিতে  ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদন্ডের ভিত্তিতে মাঝারি  শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে । সেক্ষেত্রে এ কর্মকান্ডটি  মাঝারি  শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে ।

 

৩। মাইক্রো শিল্পঃ উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় )  ১০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা বা ১৬ থেকে ৩০ জন শ্রমিক থাকলে মাইক্রো শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

  সেবা খাতে  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) অনধিক  ১০ লক্ষ টাকা  বা সর্বোচ্চ ১৫ জন শ্রমিক থাকলে মাইক্রো শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

যে কোন একটি মানদন্ডের ভিত্তিতে  মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদন্ডের ভিত্তিতে ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে । সেক্ষেত্রে এ কর্মকান্ডটি  ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে ।

 

৪।কুটির শিল্পঃ উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) অনধিক  ১০ লক্ষ টাকা  বা অনধিক ১৫ জন শ্রমিক থাকলে কুটির শিল্প  হিসেবে গণ্য করা হবে।

 

যে কোন একটি মানদন্ডের ভিত্তিতে  কুটির শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদন্ডের ভিত্তিতে মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে । সেক্ষেত্রে এ কর্মকান্ডটি  মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে ।