শিরোনাম
ঋণ প্রনোদনা মনিটরিং কমিটির সভা
বিস্তারিত
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ঋণ প্রনোদনা মনিটরিং
কমিটির একটি ইন-হাউজ সভা অদ্য ২০/০৯/২০২০ খ্রিঃ সকাল ১১ টায় শিল্প সহায়ক কেন্দ্র বিসিক খুলনার উপমহাব্যবস্থাপক মহোদয়ের কক্ষে তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন;সভাপতি নাসিব,সভাপতি উইমেন চেম্বার,সভাপতি ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি,কমাণ্ডার খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এবং বিসিক খুলনার উপব্যবস্থাপক,সম্প্রসারণ কর্মকর্তাগণ।