Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা কার্যালয়সমূহ পরিদর্শন

 

গত ৩/২/২০২০ তারিখে  মাননীয় পরিচালক(উন্নয়ন ও সম্প্রসারণ), জনাব খলিলুর রহমান ও পরিচালক(প্রকল্প), জনাব আতাউর রহমান খান  বিসিক শিল্পনগরী, শিরোমণি খুলনা  পরিদর্শন করেন । এ সময় তিনি শিল্পনগরী খুলনার কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং শিল্পনগরীর বিভিন্ন ইউনিটসমূহ সরজমিনে পরিদর্শন করেন । এ সময় উপ-মহাব্যবস্থাপক(ভাঃ), শিসকে, বিসিক, খুলনা জনাব তাহেরা নাসরীণ ও শিল্পনগরী  কর্মকর্তা, শেখ রিয়াজুল ইসলাম  তার সাথে উপস্থিত ছিলেন ।