(ক)প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন ও বিপণন ও সমীক্ষা প্রণয়নঃ-
প্রথম ধাপঃ- উদ্যোক্তার আবেদন
দ্বিতীয় ধাপঃ- উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ
তৃতীয় ধাপঃ- প্রকল্প স্থান পরিদর্শন
চতুর্থ ধাপঃ- সার্বিক বিষয়ে সম্ভাব্যতা বিশ্লেষণ
পঞ্চম ধাপঃ- প্রোফাইল প্রণয়ন ও সরবরাহ/বিপণন স্মীক্ষা প্রণয়ন ও সরবরাহ
(খ) মেলা ও প্রদর্শনীঃ
প্রথম ধাপঃ- মেলায় অংশগ্রহনের জন্য উদ্যোক্তার আবেদন
দ্বিতীয় ধাপঃ- প্রতিষ্ঠান পরিদর্শন ও উ ৎপাদিত পণ্যের মান নিশ্চিতকরণ
তৃতীয় ধাপঃ- প্রযোজ্য ক্ষেত্র ফি গ্রহণ পূর্বক কমিটি কর্তৃক স্টল বরাদ্দ করণ
(গ)লে-আউট প্লান অনুমোদনঃ-
প্রথম ধাপঃ- শিল্প নগরী ও শিল্প সহায়ক কেন্দ্র কর্তৃক প্রদেয় লে-আউট প্লান গ্রহণ
দ্বিতীয় ধাপঃ- নির্ধারিত কমিটি কর্তৃক দাখিল্কৃত লে-আউট প্লান পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদন অথবা প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদনের জন্য সুপারিশসহ বিসিক প্রধান কার্যালয়ে প্রেরণ ।
তৃতীয় ধাপঃ- অনুমোদিত লে-আউট প্লান প্র্যোজনীয় নির্দেশনা সহ শিল্প নগরীতে প্রেরণ
(ঘ)শিল্প ইউনিটের নাম, খাত ও মালিকানা পরিবর্তনের অনুমোদনঃ-
প্রথম ধাপঃ- শিল্প নগরী ও শিল্প সহায়ক কেন্দ্র কর্তৃক প্রাপ্ত শিল্প ইউনিটের নাম, খত ও মালিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ
দ্বিতীয় ধাপঃ- শিল্প ইউনিটের নাম, খাত ও মালিকানা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট শিল্প নগরীর শিল্প ইউনিট পরিদর্শন
তৃতীয় ধাপঃ- নির্ধারিত কমিটি কর্তৃক বাছাই পরীক্ষা ও সুপারেশ সহকারে অনুমোদনের জন্য বিসিক প্রধান কার্যালয়ে প্রেরণ
(ঙ)শিল্প নগরীর প্লট বরাদ্দঃ-
প্রথম ধাপঃ- শিল্প নগরীর প্লট বরাদ্দের জন্য উদ্যোক্তা কর্তৃক সাদা কাগজে আবেদন পত্র গ্রহণ
দ্বিতীয় ধাপঃ- আবেদন গ্রহণযোগ্য হলে সংশ্লিস্ট শিল্প নগরীর কার্যালয় হতে নির্ধারিত ফি জমা গ্রহণ পূর্বক নির্ধারিত আবেদন পত্র ও প্রস্পেক্টাস প্রদান
তৃতীয় ধাপঃ- প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র যাচাই-বাছাই করণের জন্য শিল্প নগরী কার্যালয় হতে শিল্প সহায়ক কেন্দ্রে প্রেরণ
চতুর্থ ধাপঃ- কমিটি কর্তৃক আবেদন প্ত্রস্মুহ যাচাই-বাছাই পূর্বক অনুমোদনের জন্য সংশ্লিস্ট জেলা ভূমি বরাদ্দ কমিটিতে প্রেরণ
পঞ্চম ধাপঃ- সংশ্লিস্ট জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় প্লট বরাদ্দ অনুমোদন
ষষ্ঠ ধাপঃ- সংশ্লিস্ট শিল্প নগরী কার্যালয় হতে অনুমোদিত প্লটের বরাদ্দপত্র জারী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস