দেশের শিল্পের প্রসারে বিসিকের অবদান অনস্বীকার্য । প্রায় সকল বড় শিল্পের শুরু বিসিকের সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় হয়েছে ।
বিসিক জেলা কার্যালয়,খুলনা এর অবদান এ খাতে অনবদ্য । খুলনা জেলার শিল্পের প্রসারে এ দপ্তরের ভূমিকা অনন্য । শুধু খুলনা জেলায় নয়, অন্যান্য জেলার শিল্পায়নে শিল্প সহায়তা কেন্দ্র, বিসিক,খুলনা পরোক্ষভাবে কার্যকর ভূমিকা রেখে চলছে । কারণ দক্ষিণ অঞ্চলের অনেক বড় বড় শিল্প-প্রতিষ্ঠান যেমনঃ- হামকো ব্যাটারী লিঃ,হুগলী বিস্কুট কোঃ প্রভৃতি কোম্পানীর শুরুটা এ দপ্তরের আওতাধীন বিসিক শিল্পনগরী,শিরোমণি,খুলনায় হলেও তারা এখন তাদের কার্যক্রম অন্য জেলায় বিস্তৃত করছে । এছাড়া জেলার বিপুল সংখ্যক মানুষ বিসিক থেকে প্রাপ্ত ঋণের সুবিধাভোগী অথবা শিল্পনগরী, খুলনায় কর্মরত মানুষদের সাথে আর্থিকভাবে সম্পর্কিত । এভাবে বিসিক জেলা কার্যালয়,খুলনা এ জেলা সহ দক্ষিনাঞ্চলের অর্থনীতি তথা দেশের সামগ্রিক অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস